Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিসিআইসি ও বিএডিসি এবং খুচরা সার ডিলারদের প্রতি নির্দেশনা,গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
বিস্তারিত

অফিস আদেশ

          এই মর্মে অত্র উপজেলার সকল বিসিআইসি ও বিএডিসি এবং খুচরা সার/বীজ ডিলারদের ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯’  প্রতিপালন সাপেক্ষে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো-

১.    প্রত্যেক ডিলার তার অনুকূলে মাসিক বরাদ্দকৃত সার নির্ধারিত মূল্য জমা প্রদান পূর্বক সংশ্লিষ্ট স্থান হতে যথাসময়ে উত্তোলন করবেন।

২.    সার স্ব স্ব এলাকায় পৌঁছানোর পরই ডিলারগণ সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসে সারের আগমনী বার্তা দাখিল করবেন।

৩.    ডিলার বা খুচরা বিক্রেতা কেউই অনুমোদিত উৎস ব্যতীত অন্য কোন উৎস থেকে সার সংগ্রহ করতে বা ক্রয়-বিক্রয় করতে পারবেন না।

৪.    এক উপজেলার জন্য বরাদ্দকৃত সার অন্য উপজেলায় স্থানান্তরযোগ্য নহে।

৫.    ডিলারদের মাসিক বরাদ্দকৃত ইউরিয়া বা নন-ইউরিয়া  সার প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে উত্তোলন করতে হবে।

৬.    একই অর্থবছরে পর পর দুই বার অথবা সমগ্র অর্থবছরে সর্বমোট তিন বার মাসিক বরাদ্দকৃত ইউরিয়া বা নন-ইউরিয়া  সার উত্তোলন করতে ব্যর্থ হলে অভিযুক্ত ডিলারের জামানত বাজেয়াপ্ত সহ ডিলারশীপ বাতিল করা হবে।

৭.    প্রত্যেক সারের জন্য আলাদা রেজিস্ট্রারের ব্যবস্থা করাসহ সরবরাহকৃত ছক মোতাবেক প্রতিদিনের সারের মজুদ ও বিক্রয় তথ্য আপডেট করতে হবে।

৮.    সার বিক্রয়ের জন্য ক্যাশমেমো ব্যবহার করতে হবে।

৯.    সারের দোকানে ডিজিটাল ব্যানার বা লালসালুতে সারের মূল্য তালিকা সংযোজন করতে হবে।

১০.    কোন  অবস্থাতেই সরকার নির্ধারিত মূল্য ব্যতীত অধিক দামে সার বিক্রয় করা যাবে না।

১১.    ডিলারশীপ লাইসেন্স এর মূলকপি/ফটেকপি দোকানে সংরক্ষণ করতে হবে।


তদারকি কর্তৃপক্ষ ডিলার কর্তৃক  উল্লিখিত নির্দেশসমূহ লঙ্ঘন পরিলক্ষিত হলে বা ডিলারের বিরুদ্ধে কোন বস্তুনিষ্ঠ অভিযোগ উত্থাপিত হলে এবং তা কর্তৃপক্ষ আমলে নিলে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯’ এর ধারা-৯ এর সকল উপধারা-৯.৬, উপধারা-৯.৭, ধারা-১১ এর উপধারা-১১.৫, উপধারা-১১.৬, ধারা-১২ এর উপধারা-১২.৩, উপধারা-১২.৪  মোতাবেক ডিলারের ডিলারশীপ ও বরাদ্দ স্থগিত করা, বিক্রয় বন্ধ রাখা, সতর্ক করে দেওয়া সহ তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রাপক,

বিসিআইসি ও বিএডিসি এবং খুচরা সার/বীজ ডিলার (সকল)।


(মাফরোজা আক্তার)

উপজেলা কৃষি অফিসার

ও 

সদস্য সচিব

উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি

গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।

ছবি
প্রকাশের তারিখ
15/01/2024
আর্কাইভ তারিখ
15/01/2025