Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা 

১. বোরো মৌসুমে ১০০% উফসী ও হাইব্রিড ধানের আবাদ বৃদ্ধি করা।

২. সমলয়ে চাষাবাদ বৃদ্ধি করা

৩. তেল জাতীয় ফসলের ‍উৎপাদন বৃদ্ধি করা

৪. ভাসমান বেডে সবজি ও মসলা চাষ বৃদ্ধি করা

৫. কন্দাল জাতীয় ফসলের ‍উৎপাদন বৃদ্ধি করা

৫. জমি চাষে শতভাগ যান্ত্রিকীকরণ এবং কৃষক পর্যায়ে মানসম্মত বিভিন্ন ফসলের বীজ সংরক্ষণ।

৬. রবি মৌসেুমে বোরো ফসলে 25% জমিতে এডাব্লিউডি ব্যবহার কাযক্রম নিশ্চিত করা ।

৭. রবি মৌসুমে বোরো ফসল কমিয়ে কম পানি লাগে এমন ফসলের (য়েমন- ডাল, তেল ও মসলা জাতীয় ফসল, গম, ভুট্টা) উপর  কৃষক প্রশিক্ষণের ব্যবস্থা করা ।

৮. বিভিন্ন প্রকল্পের কাযক্রমকে অনুসরণ করে কৃষক দলের মাধ্যমে বিভিন্ন ফসলের জাত, দমন  ব্যবস্থখাপনা, প্রযুক্তি সম্প্রসারণ কাযক্রম দ্রুত কৃষক পরযায়ে ছড়িয়ে দেয়া ।

ভবিষ্যৎ পরিকল্পনা 

  • ক্রপ মিউজিয়াম স্থাপন 2023
  • কৃষি ডিজিটাল সেন্টার 2023
  • কৃষি  ‌ল্যাবরেটরী স্থাপন 2024
  • প্রতিটি ইউনিয়নে প্লান্ট ডক্টরস ক্লিনিক স্থাপন -2024